শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৫ জানুয়ারি ২০১৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক রহমত আলীকে প্রকাশ্যে মারধর ও পাঞ্জাবি ছিঁড়ে লাঞ্ছিত করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসমত আরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব সিংগীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই প্রধান শিক্ষক।

রহমত আলী বলেন, বিদ্যালয়ে এক শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে নতুন বই নিয়ে শিক্ষিকা ইসমত আরার ঝগড়া হয়। পরে বিষয়টি নিয়ে আমি ওই অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম। এসময় ওই শিক্ষিকা আমাকে অমান্য করে ওই অভিভাবকের সঙ্গে আবারও ঝগড়ার চেষ্টা করে। আমি তাকে কথা না বলার জন্য অনুরোধ করলে সে আমাকে এলোপাথাড়ি মারধর শুরু করে। আমার পরণের পাঞ্জাবি ছিঁড়ে দেয়। এরপর আমার মোবাইল ফোনটি নিয়ে বিদ্যালয় থেকে চলে যায়।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ইসমত আরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওনাকে মারধর করিনি, শুধু কথাটাকাটি হয়েছে মাত্র।

হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিউল হাসান/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।