সিরাজগঞ্জে ফের সাংবাদিকের উপর যুবলীগের হামলা
সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার শেষ হতে না হতেই আওয়ামী যুবলীগের সশস্ত্র মহড়ার ছবি তোলায় হামলার শিকার হয়েছেন আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রতিনিধি শিশির আলম।
বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া পৌর শহরের ওভারব্রীজ এলাকায় যুবলীগের সশস্ত্র মহড়ার ছবি তোলার সময় সাংবাদিক শিশির আলমের উপর এ হামলা হয়। গুরুতর আহত শিশির আলম উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির উল্লাপাড়া প্রতিনিধি।
সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শিশির আলম বলেন, সন্ধ্যার পর পৌর শহরের ওভারব্রিজের উপর অভ্যন্তরীণ কোন্দলরত যুবলীগের নেতা-কর্মীরা সশস্ত্র মহড়া দিচ্ছিল। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে যুবলীগের সশস্ত্র লোকজন আমার উপর হামলা করে। তারা আমার পরিচয় জেনেও লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এসময় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মহশীন রেজার সহযোগিতায় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে।
উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ বলেন, এক বছর আগে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল শাহজাদপুর উপজেলায় একটি সংঘর্ষের ছবি তুলতে গিয়ে প্রাণ হারান। সে ঘটনার দাগ না শুকাতেই পাশের উপজেলা উল্লাপাড়ায় এবার ঘটেছে একই রকম ঘটনা। এ কারণে স্থানীয় সাংবাদিকরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে তেমনই ক্ষোভে উত্তাল হয়েছে জেলার সমগ্র সাংবাদিক।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শামীমুল ইসলাম জানান, আহত সাংবাদিক শিশির আলমের মাথা, পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ বলেন, এ ঘটনা আমার জানা নেই। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আইআই