৬৩ মামলার আসামি ভারতীয় নাগরিকসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৫ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ রাউন্ডগুলি ও একটি পিস্তলসহ ৬৩টি মামলার আসামি এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী পশ্চিম জগতবেড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের আসাম রাজ্যের কোকড়াঝাড় জেলার গোসাইগঞ্জ থানার মাটিয়াপাড়া গ্রামের বাবলু মাতব্বরের ছেলে আমিনুল মাতব্বর ওরফে পাগলা আটাং (২৮) ও পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় গ্রামের সাইজুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩২)।

পুলিশ জানায়, আমিনুর মাতব্বর ওরফে পাগলা আটাং (২৮) ভারতের আসাম রাজ্যের কোকড়াঝাড় জেলার গোসাইগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মৃত বাবলু মাতব্বরের ছেলে। তাকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় এলাকার সাহাজুল ইসলামের ছেলে আব্দুর রশিদের (৩২) বাড়ি থেকে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে আটক করা হয়। বাড়ির মালিক আব্দুর রশিদকেও আটক করা হয়েছে। এ সময় আমিনুলের কাছ থেকে ইতালীয় একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পাটগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) ফিরোজ কবির জানান, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে উপজেলার জগতবেড় গ্রামে বন্ধুর বাড়িতে আত্মগোপন করে ভারতীয় নাগরিক আমিনুল মাতব্বর। খবর ওই বাড়িতে অভিযান চালিয়ে আমিনুল মাতব্বর ও তার বন্ধু রশিদকে আটক করা হয়।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুর মাতব্বর জানিয়েছে ভারতের জেলে আব্দুর রশিদের সঙ্গে তার পরিচয়। এই পরিচয়ের সূত্র ধরে আমিনুর দুই থেকে আড়াই মাস আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে। প্রাথমিক জিজ্ঞসাবাদে আমিনুল মাতব্বর স্বীকার করেছেন ভারতের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৬৩টি মামলা রয়েছে।

রবিউল হাসান/আরএআর/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।