প্রশ্ন ফাঁস ঠেকানোর চেষ্টা করবেন কাজী কেরামত আলী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

আগামীতে যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর শনিবার বিকেলে প্রথমবারের মতো রাজবাড়ীতে এসে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগ এবং সব অঙ্গ সংগঠন দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডে যে সব সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লাল হাকিম, যুগ্ম-সম্পাদক কাজী ইরাদত আলী প্রমুখ।

কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পঞ্চম দিনের মাথায় প্রথমবারের মতো সড়ক পথে শনিবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে প্রতিমন্ত্রী রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে প্রয়াত সাবেক সাংসদ ওয়াজেদ চৌধুরী এবং তার বাবা কাজী হেদায়েত হোসেন ও মা মনাক্কা বেগমের কবর জিয়ারত করেন।

রুবেলুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।