পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৫ জুলাই ২০১৫

পিরোজপুর শহরতলীর স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী নেছার উদ্দিনকে (৩৫) আটক করেছে র‌্যাব-৮। বুধবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। আটক নেছার উদ্দিন ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আ. ছালাম বাতেনের ভাই।

র‌্যাব-৮ এর ডি.এ.ডি মো. হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিও অফিস সংলগ্ন স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে নেছার উদ্দিনকে (৩৫) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

নেছার উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় যুবক ও কিশোরদের তিনি মাদকাদ্রব্য দিয়ে আসছিলেন।

হাসান মামুন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।