মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির বুনো বিড়াল হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৫ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির একটি বুনো বিড়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বিপন্ন প্রজাতির এই বুনো বিড়ালের বৈজ্ঞানিক নাম Felis chaus।

রোববার বিকেলে জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের হামিদিয়া চা বাঘানে খাবারের খোঁজে লোকালয়ে আসলে এলাকাবাসী এটিকে পিটিয়ে হত্যা করে।

বন কর্মকর্তা মিহির কুমার এ ব্যাপারে বলেন, আমি এই ব্যাপারে অবগত নই। খোঁজ নিয়ে সত্যতা জানব। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী গবেষক তানিয়া খান জাগো নিউজকে বলেন, বুনো বিড়ালটি মাংসাশী প্রাণী। এরা এখন বিপন্ন প্রায়। এক সময় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন জঙ্গলে এদের দেখা মিলত। বর্তমানে তেমন দেখা যায় না।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।