শিমুলিয়া ঘাট থেকে ৫০০ কেজি জাটকা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ৫০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও লৌহজং মৎস্য অফিসের কর্মকর্তারা।

সোমবার ভোর ৩টার দিকে যাত্রীবাহী একটি বাস থেকে জাটকা উদ্ধার করা হয়। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেনের উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, গভীর রাত থেকে সকাল পর্যন্ত শিমুলিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেরি পারাপারের সময় কাঠালবাড়িগামী আব্দুল্লাহপুর পরিবাহনের যাত্রীবাহী বাস থেকে ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।