স্কুলব্যাগের ভেতর ৭১ বোতল ফেনসিডিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

নাটোরের বড়াইগ্রামে বাসে তল্লাশি চালিয়ে ৭১ বোতল ফেনসিডিলসহ আলামিন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরের দিকে উপজেলার লাথুরিয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক রাজশাহী মতিহার এলাকার দাসমারী মধ্যপাড়া গ্রামের সোনাতন মণ্ডলের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি জিএম শামছুর নুর জানান, বিভিন্ন যানবাহনে নিয়মিত চেকিং করার সময় বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অবস্থান নেয় হাইওয়ে পুলিশ।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী রত্না পরিবহনে অভিযান চালানো হয়। অভিযানের সময় এক যাত্রীর কাছে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং আলামিন হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়।

রেজাউল করিম রেজা/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।