ঠাকুরগাঁওয়ে কলেজছাত্র হত্যায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৮

ঠাকুরগাঁও সদর উপজেলার মাতৃগাঁও এলাকার কলেজছাত্র জামিল আনছারি জুয়েল হত্যা মামলায় মাহাবুব আলম (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এ রায় দেন। মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৩ অক্টোবর সদর উপজেলা মাতৃগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে জামিল আনছারি জুয়েলকে প্রতিবেশী মাহাবুব আলম ধান কাটার কাঁচি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

জুয়েলের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে মাহাবুব আলম ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জুয়েলকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয় তার।

এ ঘটনায় জুয়েলের বাবা নজরুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানায় মাহাবুব আলমসহ ৩ জনকে আসামি করে ওই বছরের ১৯ অক্টোবর হত্যা মামলা করেন। পরে মাহাবুব আলমসহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান মিয়া ২০১৩ সালের ১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী ৩ জন আসামির মধ্যে মাহাবুব আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও আসামি গোলাম কিবরিয়াকে খালাস দেন। ২নং আসামি করিম ইতিপূর্বে মৃত্যুবরণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আব্দুল হামিদ ও নিহত জুয়েলের বাবা নজরুল ইসলাম এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

রবিউল এহসান রিপন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।