হবিগঞ্জে কারাগারে আসামির মৃত্যু
হবিগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে আব্দুল হাকিম (৫০) নামে এক আসামির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
আব্দুল হাকিম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, একটি দাঙ্গা হাঙ্গামার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন আব্দুল হাকিম। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে হঠাৎ করে আব্দুল হাকিম বমি করতে শুরু করেন। তাৎক্ষণিক তাকে কারা কর্তৃপক্ষ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা কারাগারের জেলার শওকত হোসেন জানান, আসামি আব্দুল হাকিম হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব চৌধুরী জানান, আসামি আব্দুল হাকিমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের পর আব্দুল হাকিমের মৃত্যুর কারণ বলা যাবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/আইআই