ভৈরব নদে কলেজছাত্রের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮

খুলনার ভৈরব নদ থেকে সরকারি বিএল কলেজের ছাত্র মিঠুন কুমার দাসের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নগরীর ফুলবাড়িবাড়ী গেট সংলগ্ন ভৈরব নদের ফেরির পন্টুনের পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মিঠুন বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামের মৃত শশাঙ্ক দাসের ছেলে এবং বিএল কলেজের অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার দাস বলেন, এলাকাবাসী খবর দিলে পুলিশ ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ১২ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে মিঠুন ও তার বন্ধুরা ওই পন্টুনে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ তিনি নদীতে পড়ে যান। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

হান্নান আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।