সড়কে প্রাণ গেল নানি-নাতনির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

নড়াইল-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় ট্রাকচাপায় নানি-নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতরা হলেন- নানি মনোজা বেগম (৪৫) এবং নাতনি সাদিয়া (২)। মনোজা বেগম নড়াইল সদরের হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং সাদিয়া চারিখাদা গ্রামের মশিউর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-ঢাকা সড়কের দত্তপাড়া এলাকায় কালনাঘাটগামী ট্রাক যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দিলে নানি ও নাতনি নিহত হন। ইজিবাইকটি সদরের চন্ডিবরপুর ইউনিয়নের নিধিখোলা গ্রাম থেকে জেলা শহরের দিকে যাচ্ছিল।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।