স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যা : মেয়রসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

ফেনীর দাগনভূঁইয়ায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল হত্যাকাণ্ডের ঘটনায় প্যানেল মেয়র সাইফুল ইসলামসহ সাতজনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে দাগনভূঁইয়া থানায় মামলাটি করেছেন নিহতের বড় ভাই নাজিম উদ্দিন।

এ মামলায় পৌর যুবলীগের সহ-সম্পাদক পারভেজকে প্রধান আসামি করা হয়। এছাড়া যুবলীগ কর্মী হিরো, আমির হোসেন বাহাদুর ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম তার ভাই রাসেলসহ সাতজনকে আসামি করা হয়। একইসঙ্গে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

দাগনভূঁইয়া থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। এ সময় ওসি জানান, হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দাগনভূঁইয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

জহিরুল হক মিলু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।