বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত
নওগাঁর বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাম্মি আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
পরে উপজেলা ডাকবাংলোতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আব্বাস আলী/এএম/আইআই