নিয়ামতপুরে হেরোইনসহ ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:২১ এএম, ২৪ জানুয়ারি ২০১৮

নওগাঁর নিয়ামতপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী সূর্যেশ্বর (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শিবপুর বাজারে কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সূর্যেশ্বর উপজেলার হাজীনগর বালুপাড়া গ্রামের মৃত গোবিন্দশ্বরের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা শিবপুর বাজারে অবস্থান নেয়। এসময় সূর্যেশ্বর কৃষি ব্যাংকের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আব্বাস আলী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।