মুন্সীগঞ্জে ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৬ জানুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা কমিটির নির্দেশ মোতাবেক এ ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়।

সদর উপজেলা যুবলীগ সভাপতি মো. বাদল রহমান ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পঞ্চসার ইউনিয়ন কমিটির সংগঠন বহির্ভূত কর্মকাণ্ড এবং দির্ঘদিন যাবৎ নিষ্ক্রিয় থাকার কারণে কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান রাজীব জানান, পঞ্চসার ইউনিয়নের যুবলীগ কমিটি বহুদিন যাবৎ নিষ্ক্রিয়। এমতাবস্থায় এ কমিটি ভেঙে দেয়া প্রয়োজন ছিল। তাছাড়া সামনে জাতীয় নির্বাচন, দল ও সংগঠনকে সক্রিয় রাখার জন্য এ ধরনের নিষ্ক্রিয় কমিটি বিলুপ্ত করে আরো শক্তিশালী কমিটি গঠন করা হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।