মসজিদে ঢুকে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মসজিদে ঢুকে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নের জশলদিয়া পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান (২৬) জশলদিয়া গ্রামের হাছেন মোল্লার ছেলে। ইলিশ পরিবহনের যাত্রাবাড়ি কাউন্টারে কাজ করতেন তিনি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে মাসুম নামে এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে নুরুজ্জামানের ওপর হামলা চালায়। এ সময় নিজেকে রক্ষা করতে দৌড়ে জশলদিয়া পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্পের মসজিদে আশ্রয় নেন তিনি। কিন্তু হামলাকারীরা মসজিদের ভেতরে ঢুকে লাঠিপেটা করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।