পাহাড়ের মানুষ এখন আর বোঝা নয়, সম্পদ : বীর বাহাদুর উশৈসিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সম্পদ তৈরিতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ি জনপদ বদলে গেছে। পাহাড়ের মানুষ এখন আর বোঝা নয়, সম্পদ।

শুক্রবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদেরকে নিজ নিজ সন্তানের প্রতি অধিকতর যত্মবান হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদেরকে সুন্দর আগামীর স্বপ্ন দেখাতে হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে উৎসবে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান এনডিসি, পিএসসি, জি, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহম্মদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।