চর রাজিবপুরে ৫শ কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

পারি ফাউন্ডেশন কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে।

গত বুধবার কোদালকাটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপস্থিতিতে কম্বলগুলো বিতরণ করা হয়। এসময় এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন পারি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম খান ছাড়াও অনেকে।

সংগঠনের সভাপতি আবু তালেব জানান, আমরা ফেসবুক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এ অসহায় শীতার্তদের জন্য অর্থ এবং পুরাতন শীতবস্ত্র দিয়ে সহায়তা করেছেন। আমরা আশা করছি ভবিষ্যতেও অসহায় মানুষদের কল্যাণে আপনাদের সহায়তা অব্যাহত থাকবে।

এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।