নওগাঁয় জাল নোটসহ আটক ৫
নওগাঁর পত্নীতলায় ২ লাখ ৯ হাজার টাকার জাল নোটসহ পাঁচ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার সকালে উপজেলার চকনিরখিন বাজারে মা-মনি ইলেট্রনিক্স অ্যান্ড ডিজিটাল স্টুডিও থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মানিক কুমার (৩০), সামসুল আলম (২৪), তোফাজ্জল হোসেন মিঠু (২৮), মিঠু কুমার দাস (২৭) ও শাওন আলী (২৮)। আটকদের সবার বাড়ি পত্নীতলা উপজেলার বিভিন্ন গ্রামে।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শামীম হোসেন বলেন, পত্নীতলা উপজেলার চকনিরখিন বাজারে মা-মনি ইলেট্রনিক্স অ্যান্ড ডিজিটাল স্টুডিওতে জাল নোট প্রস্তুত করা হচ্ছে- এমন খবর পেয়ে র্যাব-৫ এর সদস্যরা সকালে ওই স্টুডিওতে অভিযান পরিচালনা করে। এ সময় ২ লাখ ৯ হাজার টাকার জাল নোট, একটি সিপিইউ, মনিটর, প্রিন্টার, দু'টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ৯টি সিম কার্ড ও ৩টি মেমোরি কার্ডসহ পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ চক্রটি দীর্ঘদিন থেকে জাল নোট তৈরি করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আব্বাস আলী/আরএআর/আরআইপি