গায়েবি নির্দেশে রায় হলে মোকাবেলা করা হবে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার বিচার চলছে না, বিচার চলছে আওয়ামী প্রক্রিয়ায়।
শনিবার কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণকালে খালেদা জিয়ার বিচার কার্যক্রম নিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ক্ষমতাসীনদের ইন্ধনে ক্যামেরা ট্রায়াল বা গায়েবি নির্দেশের মাধ্যমে খালেদা জিয়ার বিচার নিয়ে সিদ্ধান্ত আসলে বিএনপিসহ ২০ দলীয় জোট তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। ভোটারবিহীন সরকার তাদের নিজেদের নামে সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করেছে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীর মামলা প্রত্যাহার করেনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রিজভী বলেন, ঘুঘু একবার ধান খেয়ে যেতে পারে, বার বার পারে না। প্রধানমন্ত্রী নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে প্রতারণা করেছেন।
৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিএনপিকে ধমক দেয়া হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, মামলার রায়ের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। জনবিচ্ছিন্ন এ সরকার খালেদা জিয়ার মামলা নিয়ে যত কৌশল করুক তা সফল হবে না।
এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক বেবী নাজনীন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও সহ-সভাপতি আবু বকর প্রমুখ।
নাজমুল হোসাইন/এএম/জেআইএম