মৌলভীবাজারে ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার জগন্নাথপুরে তিন দিনব্যাপী ইজতেমার শেষ দিনে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- বড়লেখা উপজেলার গাংকুল গ্রামের বাসিন্দা মতু মিয়া (৬৫) ও একই উপজেলার বড় ময়দান গ্রামের সুরনাম উদ্দিন (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুহিবুর রহমান জানান, বার্ধক্যজনিত জটিলতায় তাদের মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বাদ ফজর ইজতেমা শুরু হয়। শনিবার জোহরের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনের এ জেলা ইজতেমা শেষ হয়।

এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।