বদলগাছীতে যুব মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

নওগাঁর বদলগাছীতে জাতীয় যুব মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চত্বরে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আলী বেগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.জ.ম শফি মাহমুদ, সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

আব্বাস আলী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।