নিখোঁজের ৯ দিন পর মিলল স্কুলছাত্রের গলিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজার থেকে নিখোঁজের ৯ দিন পর আব্দুল্লাহ হাসান (১৩) নামে এক স্কুলছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ওই বাজারের পার্শ্ববর্তী আরব আলীর টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল্লাহ হাসান বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপির মোহাম্মদনগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমির ৯ম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় প্রতিদিনের মত হাসান তার বাড়ির পাশে মোহাম্মদনগর বাজারে যায়। রাত ১০টার পরও সে বাড়ি ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার পরের দিন সকালে তার মা নাজমা আক্তার বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিখোঁজের প্রথম দিনই ছেলেটিকে হত্যা করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।