গাজীপুর থেকে অপহৃত শিশু নালিতাবাড়ীতে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৮

গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভোগড়া এলাকা থেকে অপহৃত এক শিশুকে একদিন পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল তিনটার দিকে ওই গ্রামের সিদ্দিক মিয়ার বাড়ি থেকে নালিতাবাড়ীর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করলেও অপহরণকারীকে ধরতে পারেনি। উদ্ধারকৃত শিশু নিয়াজ মোর্শেদ (৬) নাটোর জেলার লালপুর উপজেলার চকনাজিরপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

নাসির উদ্দিন গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভোগড়া এলাকায় একটি গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ভোগড়াতেই পরিবার-পরিজন নিয়ে বসবাস করে।

নালিতাবাড়ী থানা পুলিশের ওসি (তদন্ত) মো. সারোয়ার হোসেন অপহৃত শিশু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ নাকশী গ্রামের শামসুল হকের ছেলে গার্মেন্ট কর্মী সিদ্দিক মিয়ার (৩৫) বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে গাজীপুরের ভোগড়া থেকে রোববার অপহরণ করে সিদ্দিকের বাড়িতে এনে লুকিয়ে রাখা হয়েছিলো।

ওসি (তদন্ত) জানান, শিশুটি জয়দেবপুরে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। গাজীপুর থানায় এ ব্যাপারে একটি অপহরণ মামলা রেকর্ড করা হয়েছে।

হাকিম বাবুল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।