ধনু নদীতে আটকা পাঁচ শতাধিক মালবাহী কার্গো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:৪৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৮

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া থেকে নাওটানা ঘাট পর্যন্ত দুই কিলোমিটার জুড়ে নাব্যতা সঙ্কটে আটকে আছে পাঁচ শতাধিক মালবাহী কার্গো স্টিমার লঞ্চ। কয়েক দিন ধরে জমতে থাকা নৌযানে অচল ধনু নদী।

লেপসিয়া ঘাটের ইজারাদার আব্দুর রউফ শাহীন জাগো নিউজকে জানান, পাঁচ দিন ধরে ধনু নদীর পানি কমতে শুরু করায় সাত থেকে আটশ মালবাহী নৌযান আটকা পড়েছে।

এমভি ভাগ্যকূলের মাস্টার মো. রাশেদুল ইসলাম জানান, ছাতক লাফার্জ সিমেন্ট বোঝাই কার্গো নিয়ে খালিয়াজুরির লেপসিয়া এলাকায় সাতদিন ধরে আটকে আছি। কখন যাব বলতে Netrokonaপারছি না।

এমভি স্বপ্নের সিঁড়ি কার্গোর মাস্টার হুমায়ূন কবীর বলেন, সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার পথে আটদিন ধরে আটকে আছি। খাবার দাবার নিয়ে খুব সমস্যায় আছি।

এমভি একে ফরাজি প্লাস'র ড্রাইভার মামুন মিয়া জানান, ছাতক থেকে পাথর বোঝাই করে ভোলা যাওয়ার পথে নাওটানা এলাকায় আটকা পড়েছি। কখন যেতে পারব জানি না।

লেপসিয়া বিআইডব্লিউটিএর ইজারাদার শাহীন জানান, নদী খননের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। দুইশ মিটার নদীর অংশ খনন হলে এ সমস্যা সমাধান হবে।

কামাল হোসাইন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।