শিবগঞ্জে ৭টি পিস্তলসহ ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:১১ পিএম, ৩১ জানুয়ারি ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব।

বুধবার বিকেলে উপজেলার বিনোদপুর এলাকা তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭টি পিস্তল, ১৪টি ম্যাগজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

আটক ব্যক্তির নাম মিলন সিং (৩৮)। তিনি ভারতের মালদহ জেলার বৈষ্টমনগর থানার সুখদেবপুর গ্রামের রতন সিং এর ছেলে।

মোহাঃ আব্দুল্লাহ/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।