ঢাকায় আনা হচ্ছে অসুস্থ ঝন্টুকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সাবেক এ মেয়রের ছেলে রিয়াজ আহমেদ হিমন জানান, আজ বিকাল ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেয়া হবে।

জানা গেছে, গতকাল বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঝন্টুকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ঝন্টুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হচ্ছে।

জিতু কবীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।