গ্যাস সরবরাহ না থাকায় যমুনায় সার উৎপাদন বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন। গ্যাস না থাকায় বৃহস্পতিবার ভোর থেকে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানান, রোপা-আমন মৌসুমে সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার কথা জানিয়ে চিঠি দেয়। এর প্রেক্ষিতে বুধবার গভীর রাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে যমুনা সার কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। সেচ মৌসুম শেষ করে তিতাস কর্তৃপক্ষ আবারও গ্যাস সরবরাহ করলে পুনরায় সার উৎপাদন শুরু করা হবে।

শুভ্র মেহেদী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।