ঝিনাইদহে বিএনপির ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঝিনাইদহে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেছে সদর থানা পুলিশ। সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে রোববার এ মামলা করেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মসিউর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০/৯০ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের মামলা করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি মো. এমদাদুল হক শেখ জানান, সোমবার ভোরে সদর উপজেলা নগরবাথান সরকারি প্রাইমারি স্কুল মাঠে মসিউর রহমানের নির্দেশে ও পরিকল্পনায় বিএনপি ও জামায়াত কর্মীরা এক গোপন বৈঠকে বসে। মামলার এজাহারে ২৫ জনের নাম উল্লেখ করা করা হয়েছে। আরও ৮০- ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস