ইংরেজি পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগেই উত্তর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগেই উত্তর দেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে তিনজন।

বুধবার সকালে বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ওই তিনজন উত্তর দিচ্ছিল।

তারা হচ্ছে- সুব্রত বিশ্বাস, সজিব ঘোষ ও সুমন মোল্লা। এ তিনজন মোবাইল ফোনের ডিভাইডারের মাধ্যমে প্রশ্নপত্রের উত্তর দিচ্ছিল।

সংবাদ পেয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের মোবাইল ফোন জব্দ করে ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ও উত্তরসহ গত কয়েকদিনের প্রশ্ন ও উত্তর উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুব্রত বিশ্বাস ও সুমন মোল্লাকে ৬ মাস এবং সজিব ঘোষকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

রুবেলুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।