যানবাহন শূন্য ঢাকা-আরিচা মহাসড়ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:২৮ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মানিকগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের সকল বাসস্ট্যান্ড ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে তারা টহলে রয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় যানবাহন শূন্য। দূরপাল্লার কোচসহ যাত্রীবাহী বাস চলাচল করছে না।ফলে যাত্রী সাধারণ বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা পড়েছেন বিপাকে।

তবে প্রতিদিনের মতো পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যানবাহন না থাকলেও সকাল থেকে ঘাটে অপেক্ষমান যানবাহন এবং পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে।

বি.এম খোরশেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।