শেরপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১০:৫২ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ট্রাকের আংশিক পুড়ে গেছে।

শ্রীবরদী থানার ওসি রেজাউল হক বলেন, চালক ও হেলপার ট্রাকে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বত্তরা এ আগুন দেয়। আগুনে ট্রাকটির চাকা পুড়লেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে সকাল থেকে শেরপুর জেলার অবস্থা শান্তিপূর্ণ রয়েছে। তবে সড়ক-মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। শেরপুর থেকে যাত্রী কিংবা মালামাল পরিবহনের কোনো যানবাহন জেলার বাইরে ছেড়ে যেতে কিংবা বাইরে থেকে কোনো যানবাহন শেরপুরে প্রবেশ করতে দেখা যায়নি।

অপরদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। গত তিন দিনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের এদিন মাঠে থাকতে দেখা গেছে।

হাকিম বাবুল/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।