পিরোজপুরে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় ট্রাকচাপায় রিজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলার স্বরুপকাঠি-বরিশাল মহাসড়কের মাগুরা বেইলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মাগুরা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী রিজিয়া তার মেয়ে রঞ্জু বেগমকে বাসে তুলে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রিজের উত্তর পাড়ে পৌঁছালে ঢাকা মেট্রো-ট ১৬-০৮০৮ নম্বরের ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ট্রাকের চালক ও মালিক তারিকুর রহমানসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চালক তরিকুর রহমান তুহিনকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।
হাসান মামুন/এসএস/এমএস