‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮
ফাইল ছবি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার পর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজার শহরের শমশের নগর সড়কে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- সুমন আহমদ (৩৫), মাসুদুর রহমান (৩০) ও মিল্লাদ হোসেন (২৫)। মৌলভীবাজার মডেল থানা পুলিশের পরিদর্শক মহসিন ভূঁইয়া বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হঠাৎ কে বা কারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে তারা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।