মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮) ও শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে বাসচালক সোবান শেখ (৫২)।

পুলিশ ও আহত যাত্রীরা জানান, মানিকগঞ্জ থেকে আরিচা ঘাটে যাওয়ার পথে যাত্রীসেবা পরিবহনের একটি (নারায়ণগঞ্জ-জ-০৪-০১৯৭) বাস জোকা এলাকায় পৌঁছালে বিকট শব্দে সামনের চাকা ফেটে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালকসহ বাসের ২০/২২ জন যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুন্নু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালকসহ এক যাত্রী মারা যান।

বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি ইয়ামীন-উদ দৌলা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

বি.এম খোরশেদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।