চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ পিস্তলসহ একজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:০১ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের হুদমাপাড়া থেকে ৬টি পিস্তল, ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ আনারুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোর সাড়ে ৩টার তাকে আটক করা হয়।

আটক আনারুল ইসলাম শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রাশেদ আলী এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাতে আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘর থেকে দুটি, তার নিজের ঘর থেকে দুটি এবং ছেলের ঘরের বিছানার নিচ থেকে আরো দুটি ২টি পিস্তলসহ ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন তিনি।

বিজিবি অধিনায়ক আরো অভিযোগ করেন, ভারত থেকে সম্প্রতি অস্ত্র চোরাচালান বেড়ে গেছে। কিন্তু বিষয়টি পতাকা বেঠকে বিএসএফকে বারবার জানানো হলেও দৃশ্যত তাদের কোনো সহায়তা লক্ষ্য করা যাচ্ছে না।

আব্দুল্লাহ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।