পিরোজপুরে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ঝিলবাড়ী গ্রামে গাছ থেকে পড়ে সৈয়দ আলী মৃধা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির রাস্তার পাশের একটি আতা গাছের ডাল কাটতে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত সৈয়দ আলী মৃধা ওই গ্রামের মৃত আফসার আলী মৃধার ছেলে।

এ ব্যাপারে স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, সকালে গাছের ডাল কাটতে গিয়ে পা ফসকে পাকা রাস্তার উপর পড়ে ওই কৃষক আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসান মামুন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।