১ জনের দায়িত্বে ১২ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে মাত্র একজন পরীক্ষার্থীর জন্য ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন।

তাও পরীক্ষা ছিল মাত্র ২৫ মার্কের। সোমবার অনুষ্ঠিত ক্যারিয়ার অ্যাডুকেশন পরীক্ষায় উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ছিল ক্যারিয়ার অ্যাডুকেশন ২৫ মার্কের নৈর্ব্যক্তিক পরীক্ষা। উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ বিষয়ে খোকন মিয়া নামে মাত্র একজন পরীক্ষার্থী ছিল। সে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের একজন অনিয়মিত পরীক্ষার্থী। খোকন মিয়ার কেন্দ্র জুড়ে মাত্র একজন পরীক্ষার্থী হলেও সুষ্ঠুভাবে তার পরীক্ষা নেয়ার ব্যাপারে দায়িত্বে কোনো ঘাটতি ছিল না।

তার জন্য কেন্দ্র পরিদর্শকসহ একজন কেন্দ্র সচিব, একজন সহকারী কেন্দ্র সচিব, একজন হল সুপার, একজন কক্ষ পরিদর্শক, দুইজন পুলিশ ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োজিত ছিলেন চারজন।

কেন্দ্র সচিব উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, মাত্র একজন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষা গ্রহণের জন্য নিয়ম অনুয়ায়ী তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষার্থী একজন হলেও আয়োজন ছিল পুরোপুরি। সবাই দায়িত্ব পালন করেছেন।

সালাউদ্দীন কাজল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।