ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
মানিকগঞ্জের ঘিওরে ইজিবাইকের সঙ্গে ওড়না পেঁচিয়ে খাদেজা খানম এ্যানি (২২) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সিংজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এ্যানি ওই গ্রামের প্রবাসী মিন্টু মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মিন্টু মিয়া গত তিন দিন আগে দেশে ফিরেছেন। আজ স্ত্রী এ্যানি, দুই বছরের একমাত্র ছেলে, ছোট ভাই ও মাকে সঙ্গে নিয়ে পাশের গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ইজিবাইকে চড়ে ফেরার পথে এ্যানির গলার ওড়না ইঞ্জিন সেফের মধ্যে জড়িয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বি এম খোরশেদ/আরএআর/আরআইপি