জয়পুরহাটে এসএসসির হারানো ৭৫টি খাতা উদ্ধার
জয়পুরহাট শহরের সোনারপট্টি শিব মন্দির এলাকা থেকে এসএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষার ৭৫টি হারানো খাতা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে অবশিষ্ট ৫০টি খাতা ও এর আগে বৃহষ্পতিবার রাতের দিকে ২৫টি খাতা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জয়পুরহাট সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি, তদন্ত) মোমিনুল ইসলাম জানান, গত ৫ ফেব্রুয়ারি এসএসসি ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর জয়পুরহাট কেজি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার রাজশাহী শিক্ষাবোর্ড থেকে চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের ২০০টি লিখিত উত্তরপত্রের খাতা নিয়ে মাইক্রোযোগে বৃহস্পতিবার রাতে জয়পুরহাটে আসেন। এরপর খাতাগুলো নিয়ে রিকশায় করে শহরের পূর্ব বাজার এলাকায় তার বাড়িতে ফেরার পথে অসাবধানতা বশত শহরের সোনারপট্টি শিব মন্দির এলাকায় ৭৫টি খাতা পড়ে যায়। পরে শহরের মাস্টারপাড়া এলাকার মৃত মামুনুল হকের ছেলে আসাদুল হক ২১টি খাতা পেয়ে থানায় জমা দেয় এবং এ ব্যাপারে তিনি একটি সাধারণ ডায়েরি করেন। অন্যদিকে ওই শিক্ষকের কাছে আরও ৪টি খাতা অন্য একজন ব্যক্তি প্রদান করেন।
এদিকে শুক্রবার দুপুরে শহরের বিশ্বাসপাড়া নাছিমের মুদি দোকান এলাকা থেকে অবশিষ্ট ৫০টি খাতা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক ।
জয়পুরহাট কেজি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন এবং সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে তিনি আরও জানান।
রাশেদুজ্জামান/এমএএস/আইআই