গাইবান্ধায় গণধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:১৪ পিএম, ২২ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

গাইবান্ধায় এক যুবতীকে গণধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্যে এ রায় দেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২৩ এপ্রিল বিকেল বেলা গাইবান্ধা সদর উপজেলার কোমরনই মিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবতী খালাতো বোনের বাড়ি যাচ্ছিল। এ সময় ওই গ্রামের জিন্নু, স্বপন, হেলাল ও সোহেল অস্ত্রের মুখে তাকে জোর করে সদর উপজেলার কোমরনই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে তেতুলতলায় একটি মেশিন ঘরের আড়ালে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

পরে এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ২৬ এপ্রিল গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। স্বাক্ষ্যপ্রমাণ শেষে থানা থেকে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করার পর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও সব ধরনের বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার ওই রায় প্রদান করা হয়।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযুক্ত আসামি জিন্নু, স্বপন ও হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড এবং অপর আসামি সোহেলকে অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মহিবুল হক সরকার মোহন এবং আসামিপক্ষে ছিলেন নিরঞ্জন কুমার সরকার।

অমিত দাশ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।