ছেলের জানাজার এক ঘণ্টা আগে মায়ের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের মৃত্যু শোক সইতে না পেরে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গ্রামে ছেলে রঞ্জু চৌধুরী ও বৃহস্পতিবার সকালে মা আনোয়ারা খাতুনের মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার মা আনোয়ারা খাতুন (৮৫) অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার বেলা ১১টায় ছেলের জানাজ হওয়ার এক ঘন্টা আগে ১০টার দিকে মায়ের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বেলা এগারটার দিকে ছেলে এবং দুপুর দেড়টার দিকে মায়ের নামাজে জানাজা শেষ হওয়ার পর জামুর্কি গ্রামের কবরস্থানে মা-ছেলের লাশ পাশাপাশি দাফন করা হয়।

এস এম এরশাদ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।