সাত মাস আগে চীনা ফেব্রুয়ারিতে ব্রিটিশ
ছিনতাইয়ের ঘটনা কমছে না। ঢাকার মতো বন্দর নগরী চট্টগ্রামেও ঘটছে একের পর এক ছিনতাইয়ের ঘটনা। গত সাত মাস আগে চট্টগ্রামের আগ্রাবাদে এক চীনা নাগরিকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। কারাগার থেকে জামিনে বের হয়ে গত শনিবার আবারও তার ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্রিটিশ নাগরিক।
এ ঘটনায় পুলিশ আবারও তাকে গ্রেফতার করেছে। তবে এবার তার সঙ্গে রয়েছেন আরও দু’জন। নগরীর টাইগারপাস এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করেছে। গ্রেফতার বাকি দু’জন হলেন- হেদায়েত উল্লাহ ও মো. মনসুর আলী।
পুলিশ সূত্র জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি সকাল পৌনে ৭টার দিকে নগরীর খুলশী থেকে রিকশায় জিইসি মোড়ে যাওয়ার সময় এমইএস কলেজের সামনে ছিনতাইয়ের শিকার হন জুলিয়া ডেভিস। অটোরিকশা থেকে তার ব্যাগ টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। জুলিয়া ডেভিস চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের কর্মকর্তা। পরে তিনি খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ২০১১ সালের জুন মাসে সেলিমকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রায় আড়াই বছর কারাভোগের পর ২০১৪ সালের ৫ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। পরদিনই আরেকটি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হন তিনি। কিছুদিন কারাগারে থাকার পর আবার জামিনে বেরিয়ে আসেন। এরপর চীনা নাগরিকের মালামাল ছিনতাই হওয়ার ঘটনায় গ্রেফতার হন। এবার ব্রিটিশ নাগরিকের মালামাল ছিনতাইয়ের ঘটনায় আবারও গ্রেফতার হয়েছেন তিনি।
আরএস/জেআইএম