২ কোটি টাকা বিদুৎ বিল বাকি কোটচাঁদপুর পৌরসভার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:২৪ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

১৩৫ বছরের প্রাচীনতম কোটচাঁদপুর পৌরসভার ৮৪ মাসের বিদ্যুৎ বিল বাবদ ২ কোটি ৩ লাখ টাকা বকেয়া হয়েছে। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ বারবার লিখিত ও মৌখিক তাগিদ দেয়ার পরও পৌর কর্তৃৃৃপক্ষ এ বিপুল পরিমাণ টাকা পরিশোধ করছে না।

বিদ্যুৎ সরবারহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মনোয়ার জাহিদ জানান, ২০০৫ সাল থেকে পৌরসভার কাছে এই বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জাহিদ নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পর তিনি গত বছরের ৭ মে ২ লাখ ১৬ হাজার ৯২২ টাকা ও ২২ জুন ২ লাখ ৬৮ হাজার ৫৮৩ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেন। তবে এখনো পৌরসভার কাছে ওজোপাডিকোর বিদ্যুৎ বিল বাবদ পাওনা রয়েছে ২ কোটি ৩ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌর ভবন, কমিউনিটি হল, পানির পাম্প ও পৌর এলাকার রাস্তাসহ ১২টি হিসাবের বিপরীতে পৌরসভা এ বিদ্যুৎ ব্যবহার করছে। এদিকে বকেয়া বিল পরিশোধ না করেই আরো ৩টি নতুন পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছে পৌর কর্তৃপক্ষ।

সহকারী প্রকৌশলী আরও জানান, মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকার কারণে বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না।

আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।