সন্তান নিয়ে প্রবাসী প্রেমিকের বাড়িতে প্রেমিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

১৫ দিন বয়সী কন্যা সন্তান নিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে আমরণ অনশনে বসেছেন তন্নী (২৫) নামে এক মা।

সোমবার মাগুরার মহম্মদপুর উপজেলার বাড়ীখালী গ্রামের মনিরুজ্জামান মন্নুর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অনশনে বসা তন্নী জাগো নিউজকে জানান, ২০১৭ সালে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সৌদিপ্রবাসী চাচাতো ভাই এনামুল কবীর লিটন তাকে ঢাকার একটি বাসায় নিয়ে আটকে রাখেন। তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিল।

এ সময় তন্নী বিয়ের জন্য চাপ দিলে ৮ দিন পর এনামুল কবীর লিটন তাকে কাজি অফিসে নিয়ে বিয়ে করেন। পরে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

একপর্যায়ে তন্নী গর্ভবতী হয়ে পড়লে লিটন তার সন্তান নষ্ট করা জন্য চাপ দেন। কিন্তু সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তন্নীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন লিটন।

এমনকি গত ৬ জানুয়ারি তন্নীকে ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যান লিটন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন তিনি।

এ অবস্থায় গত ৮ ফেব্রুয়ারি তার একটি কন্যা সন্তান জন্ম হয়। এ ঘটনায় মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন তন্নী। একইসঙ্গে কন্যা সন্তানসহ প্রেমিকের বাড়িতে আমৃত্যু অনশনে বসেছেন তিনি।

আরাফাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।