লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এই রায় দেন। একইসঙ্গে আসামিকে আরো ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত মো. শাহীন মিয়া রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আক্কাস হেকিমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে শাহীন তার স্ত্রী শিখা আক্তারকে মারধর করে গুরুত্বর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি।

এই ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহত শিখা আক্তারের বাবা মো. সিরাজ উল্যাহ বাদী হয়ে মো. শাহীন মিয়াকে আসামি করে আদলতে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এই রায় দেন।

কাজল কায়েস/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।