হবিগঞ্জে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০১ মার্চ ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নেতা আবুল হোসেন ওরফে আকল মিয়া (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহত আকল মিয়া চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সভাপতি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রেলগেট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজে যান আকল মিয়া। নামাজ আদায় করে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।

এতে তিনি গুরুতর আহত হন। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে রওয়ানা দিলে সকাল সাড়ে ৮টায় রাস্তায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।