ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই ছাত্রদলের কমিটি স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ০৪ মার্চ ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন।

গত ১ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই ৪ মার্চ (রোববার) আবার নবগঠিত কমিটির কার্যক্রম স্থগিত করেছেন জাকির হোসেন উজ্জ্বল।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে ঘোষিত কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির কার্যক্রম ওই বছরের ৪ ডিসেম্বর স্থগিত করেন জেলা ছাত্রদল। পরবর্তীতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওই স্থগিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১ মার্চ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফয়েজ উদ্দিনকে সভাপতি ও গিয়াস উদ্দিন মোল্লাকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রদলের ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এদিকে কমিটি ঘোষণার পরই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা এই কমিটির সভাপতি- সম্পাদক বর্তমানে খালেদা জিয়ার মামলার রায় নিয়ে দলীয় আন্দোলন কার্যক্রমে অনুপস্থিত থাকার কথা উল্লেখ করে এবং আন্দোলনে থাকা নেতাকর্মীরা উপেক্ষিত হওয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু করেন।

তাছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক গাজী মারুফ জেলে থাকা অবস্থায় শুধুমাত্র আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল একক ক্ষমতাবলে নতুন কমিটি ঘোষণা করেন যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী বলে জানান তৃনমূলের নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী এই কমিটি প্রত্যাহারের দাবিও জানান। পরবর্তীতে নেতাকর্মীদের তোপের মুখে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আবার নব-গঠিত উপজেলা ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণা করেন জাকির হোসেন উজ্জ্বল।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল জাগো নিউজকে জানান, বর্তমান প্রেক্ষাপটে দলীয় স্বার্থে উপজেলা ছাত্রদলের কমিটি সাময়িক স্থগিত করা হয়েছে।

নতুন ঘোষিত কমিটির অনুমোদন গঠনতান্ত্রিক কি না জানতে চাইলে তিনি বলেন, গঠনতান্ত্রিকভাবে জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়কের একক সিদ্ধান্তে কমিটি অনুমোদনের এখতিয়ার রয়েছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।