পুলিশের সিগন্যাল না মানায় দুই যুবককে রাস্তায় ফেলে পিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৪ মার্চ ২০১৮

সিগন্যাল অমান্য করায় থানার সামনে মোটরসাইকেল আরোহী দুই যুবককে রাস্তায় ফেলে বেধড়ক লাঠিপেটা করার অভিযোগ উঠেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়ার বিরুদ্ধে। যার ছবি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার বিকেলে দুই যুবক শ্রীমঙ্গল থেকে মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজার আসছিলেন। এ সময় মৌলভীবাজার মডেল থানার সামনে পুলিশ মোটরসাইকেল থামানোর সিগন্যাল দিলে তারা না মেনে পাশ কাটিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় থানার অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হন। এ সময় এসআই মহসীন ভূঁইয়া তাদেরকে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে তাদের থানা হাজতে নিয়ে যাওয়া হয়।

এরা হলেন- শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা সৈয়দ কামরুল ইসলামের ছেলে সৈয়দ মাসুদ আরেফীন (২২) ও একই এলাকার বাসিন্দা শেখ নুরুল ইসলামের ছেলে শেখ নুরুজ্জামান (২০)।

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন ভূঁইয়া বলেন, এ দুই যুবক শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে প্রবেশ পর্যন্ত মোট চারটি চেকপোস্টে দায়িত্বরত পুলিশের সিগন্যাল অমান্য করেছে- এমন অভিযোগে আমি তাদের থানার সামনে আটকানোর চেষ্টা করি। কিন্তু তারা আমার সিগন্যালও না মেনে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায়। রাগের মাথায় তাদের দু-একটা মেরেছি।

রিপন দে/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।